মোবাইল ফোন গরম হলে করনীয় কি? দেখুন পোস্টে......
১. এক সঙ্গে বেশি অ্যাপস বা প্রোগ্রাম খুলে রাখবেন না। সফটওয়্যার নিয়মিত আপডেট করুন। যেসব অ্যাপস ব্যাকগ্রাউন্ডে বেশি জায়গা নিচ্ছে সেগুলো বন্ধ রাখুন।
২. স্মার্টফোনের এমন কভার নিন যেটা ফোনের তাপ শুষে নিতে পারবে। বাইরের তাপ যেন ফোনকে আরও গরম করে না দেয়। ফোনকে যতটা সম্ভব রোদ থেকে দূরে রাখুন।
৩. অনেক সময় ভাইরাস ও ম্যালওয়্যারের জন্য এটি হতে পারে।
৪. র্যাম ও ক্যাশ পরিষ্কার রাখুন।
৫.অপ্রয়োজনীয় মেসেজ ডিলিট করুন।
৬.অ্যানিমেশন বন্ধ রাখুন।
৭.অপ্রয়োজনে ওয়াই-ফাই অফ রাখুন।
৮.রাতে স্মার্টফোন চার্জে দিয়েই ঘুমিয়ে যাবেন না। এতে স্মার্টফোনের দীর্ঘস্থায়িত্ব যেমন কমে তেমনি ফোনটি গরম করে ফেলে।
Sadikur Rahman
হ্যালো! আমি ছাদিকুর রহমান এবং আমি একজন ব্লগার, গবেষক এবং একজন শিক্ষার্থী I আপনি যদি আমাদের পোস্টটি পছন্দ করেন তবে আরও সম্পর্কিত নিবন্ধের জন্য মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করুন। https://known-all.blogspot.com/
Newer Posts
Newer Posts
Older Posts
Older Posts

Comments