কিভাবে ওয়াডপ্রেস গুটেনবার্গ এডিটর ডিজেবল করে , পুরাতন এডিটর ফিরিয়ে আনবেন


কেমন আছেন সবাই, আমি আজ দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, ক্লাসিক এডিটর টা ফিরিয়ে আনবেন। wordpress যখন 5.0 আপডেট করে। তখন গুটেনবার্গ নামে একটা বাজে এডিটর নিয়ে চলে আসে। বাজে বলার কারণ, আমি নিজেও এই এডিট টা ভালো ভাবে ব্যবহার করতে পারতাম না। কিন্তু এখন পারি, আপনারা যারা এলিমিনেটর এর কাজ করছেন। কিছুটা এলিমিনেটর এর মত কাজ করে গুটেনবার্গ এডিটর। তবে যাই হোক, আমি আজ দেখাবো আপনারা কি ভাবে এইটা ডিজেবল করবেন এবং পুরাতন এডিটর ফিরে পাবেন।
তো চলুন শুরু করি |

তো আপনাকে যা যা করতে হবে,
প্রথমে ADD প্লাগিন যেতে হবে , Classic Editor  লিখে সার্চ দিতে হবে |
তারপরে নিচের প্লাগিনটি ইনস্টল করতে হবে এবং অ্যাক্টিভ করতে হবে |
তারপরে, আপনি পেয়ে যাবেন , আপনার সেই প্রিয় ক্লাসিক এডিটর | আর কিছু করা লাগবে না, শুধু এটুকু কাজ করলেই হয়ে যাবে |



পোস্টটি ভাল লেগে থাকলে আমার ওয়েবসাইট FaihadZone থেকে ঘুরে আসতে পারেন
Sadikur Rahman হ্যালো! আমি ছাদিকুর রহমান এবং আমি একজন ব্লগার, গবেষক এবং একজন শিক্ষার্থী I আপনি যদি আমাদের পোস্টটি পছন্দ করেন তবে আরও সম্পর্কিত নিবন্ধের জন্য মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করুন। https://known-all.blogspot.com/
Newer Posts Newer Posts Older Posts Older Posts

More posts

Comments

Post a Comment