পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন, অল্প সময়ের মধ্যে খুব সহজেই ।

আজকে আমি এই টিউনে দেখাবো কিভাবে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন খুব সহজেই।

এক্সপার্টরা দুরে থাকুন, নতুনদের জন্য এই পোস্ট।
আপনি হয়তো জানেন যে সবচেয়ে সহজ উপায়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ভালো এ্যাপ হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার, যার মেগাবাইট ও খুব কম মাত্র তিন মেগাবাইট।
কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ড ইরেজার তিন মেগাবাইটের এটা নিয়ে রিভিউ লিখতে বসিনি,
আমি এদের কোম্পানিরই নতুন একটা এ্যাপ যেটির নামও ব্যাকগ্রাউন্ড ইরেজার মেগাবাইট ৭ এটির রিভিউ লিখতে বসেছি।
এই ব্যাকগ্রাউন্ড এ্যাপটির ফিচারস গুলো টোটালি ওই পুরনো এ্যাপটির ফিচারসের চেয়ে আলাদা।
পুরনো ব্যাকগ্রাউন্ড ইরেজার এ্যাপটিতে গুগল প্লে সার্ভিস আপডেট না করলে ব্যবহার করা যায়না।
(১) দেখুন পুরানো ব্যাকগ্রাউন্ড ইরেজারে ক্লিক করলাম

(২) দেখুন গুগল প্লে সার্ভিস আপডেট করতে বলতেছে, আপডেট না করলে এ্যাপটি এ্যাপটি চলবে না।

(৩ ) এই সমস্যাটি নতুন ব্যাকগ্রাউন্ড ইরেজারে নেই।
প্রবেশ করলাম নতুন ব্যাকগ্রাউন্ডে
প্লাসে ক্লিক করে একটা ইমেজ সিলেক্ট করুন

(৪) সিলেক্ট করলে এরকম ইমেজটি ক্রুপ করতে বলবে

(৫) অটোতে ক্লিক করুন

(৬) ইমেজটি যেহুতু তিনভাগে বিভক্ত তাই ডানপাশে নিচে ক্লিক করলাম
[
(৭) এখন বামপাশে উপরে ক্লিক করলাম

এরপর লেখার মাঝে ক্লিক করলাম
(৮ ) ম্যাজিকে ক্লিক করে আশেপাশের যেগুলো রিমুভ হয়নি ওগুলো মুছলাম

(৯) এবার সেভ করুন।
গুরুত্বপূর্ণ কথাঃ আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড এক রংয়ের হতে হবে, যেমনটা আমি এই পোস্টে দেখিয়েছি।

এ্যাপটি ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন
This Post First Publish On Trickbd.com
Sadikur Rahman হ্যালো! আমি ছাদিকুর রহমান এবং আমি একজন ব্লগার, গবেষক এবং একজন শিক্ষার্থী I আপনি যদি আমাদের পোস্টটি পছন্দ করেন তবে আরও সম্পর্কিত নিবন্ধের জন্য মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করুন। https://known-all.blogspot.com/
Newer Posts Newer Posts Older Posts Older Posts

More posts

Comments

Post a Comment