এখন মোবাইলে শিখে ফেলুন কোডিং আর হয়ে যান একজন দক্ষ প্রোগ্রামার
আমাদের মাঝে অনেকেই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতে চায় কিন্তু বাসায় একটি কম্পিউটার না থাকায় বা টাকার অভাবে কম্পিউটার কিনতে না পারায় অনেকেই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতে পারে না ।তাই আজ আমি আপনাদের মাঝে এমন একটি এপপ্স এর নাম বলবো যেটা দিয়ে আপনি যেকোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অনায়াসে শিখতে পারবেন এবং সাথে সাথে প্রাকটিসও করতে পারবেন। এপপ্স টির নাম হলো Soloearn আপনারা অনেকেই হয়তো শুনেছেন। মাত্র 7 এমবির এই এপপ্স টি প্রায় 5 মিলিওনের ও বেশি মানুষ ব্যাবহার করে।মোবাইলে প্রোগ্রামিং শেখার জন্য আমার দেখা সব থেকে বেস্ট এপপ্স। এই এপপ্স এর মধ্যে আপনি প্রায় সব ল্যাংগুয়েজ পাবেন।নিচের পিকটি দেখুন
আপনি এখানে প্রায় সব ধরণের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতে পারবেন আবার পাশাপাশি প্রাকটিস ও করতে পারবেন।আপনার শিখার উপর তারা আপনাকে সার্টিফিকেট ও দিবে।এছাড়াও আপনি এখানে কাউকে নিজের যোগ্যতা যাচাইয়ের জন্য চেলেঞ্জ ও করতে পারবেন।কিভাবে প্রাকটিস করবেন ?? প্রথমে নিচের লিঙ্ক থেকে এপপ্স টি ডাউনলোড করে নিন।মাত্র 7 এমবি সাইজ এবং 5 মিলিওনের ও বেশি ডাউনলোড হয়েছে এই এপপ্স টি।
CLICK HEREএরপর এপপ্স টি ওপেন করে নিজের একাউন্ট খুলে নিন।আপনি এই এপপ্স এর মাধ্যমে ফেসবুক এর মত নিজের পোস্ট শেয়ার করতে পারবেন।এখানে লাইক ,কমেন্ট করার মতো সিস্টেম রয়েছে। নিচের পিকচার গুলা দেখুন।




আশাকরি আপনি বিফল হবেন না এই এপপ্স টি ব্যবহার করে। ধণ্যবাদ
This Post First Publish On Wizbd.com
Sadikur Rahman
হ্যালো! আমি ছাদিকুর রহমান এবং আমি একজন ব্লগার, গবেষক এবং একজন শিক্ষার্থী I আপনি যদি আমাদের পোস্টটি পছন্দ করেন তবে আরও সম্পর্কিত নিবন্ধের জন্য মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করুন। https://known-all.blogspot.com/
Newer Posts
Newer Posts
Older Posts
Older Posts
Comments